সীমান্তবর্তী এলাকায় মোবাইল টাওয়ার স্থাপনের নীতিমালায় পরিবর্তন
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলে মোবাইল অপারেটরদের টেলিযোগাযোগ সেবা প্রদানের জন্য বিটিএস (বেস ট্রান্সমিশন স্টেশন) স্থাপনের নীতিমালায় পরিবর্তন করেছে। নতুন নির্দেশিকায়, সীমান্তের কাছাকাছি এলাকায় টাওয়ার স্থাপনের ক্ষেত্রে একাধিক নিরাপত্তা সংস্থার অনাপত্তিপত্র নেওয়ার প্রয়োজনীয়তা তুলে দেওয়া হয়েছে।
২০২১ সালে বিটিআরসি একটি নির্দেশিকা জারি করেছিল, যা আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় টাওয়ার স্থাপন সংক্রান্ত ছিল। নতুন নির্দেশিকায় সে নির্দেশিকা বাতিল করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার ছাড়া অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলে মোবাইল টাওয়ার স্থাপনের জন্য আবেদন এবং অন্যান্য কাগজপত্র যাচাই করে বিটিআরসি অনুমতি দিবে। তবে, বিজিবি, ডিজিএফআই এবং এনএসআইকে শুধুমাত্র অবহিত করা হবে, পূর্বের নিয়ম অনুযায়ী ৪৫ দিনের মধ্যে তাদের অনাপত্তিপত্রের জন্য আবেদন করার প্রয়োজন হবে না।
রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে সীমান্তবর্তী এলাকায় টাওয়ার স্থাপনের জন্য ৪৫ দিনের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) থেকে মতামত নিতে হবে। এই সময়ের মধ্যে কোন মতামত না আসলে টাওয়ার স্থাপন অনুমোদন হবে। পরবর্তী সময়ে যদি নিরাপত্তা সংস্থা কোনো নির্দেশনা দেয়, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, সীমান্ত থেকে তিন থেকে আট কিলোমিটার দূরে টাওয়ার স্থাপনের জন্য শুধুমাত্র ডিজিএফআইকে অবহিত করা হবে, এবং নিরাপত্তা সংস্থার পরে কোনো নির্দেশনা আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সিদ্ধান্তটি প্রতিবেশী দেশ ভারতেও সীমান্ত এলাকায় টাওয়ার স্থাপনের শর্ত শিথিল করার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে, যেখানে ভারত সীমান্তে শূন্য কিলোমিটার পর্যন্ত টাওয়ার বসানো শুরু করেছে। এর ফলে বাংলাদেশের মোবাইল অপারেটররা সীমান্ত এলাকাতেও নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদান করতে সক্ষম হবে।