যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেল টিকটক

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ PM

যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার কয়েক ঘণ্টা আগে অ্যাপটি ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন মার্কিন ব্যবহারকারীরা। অ্যাপটি খুললেই একটি বার্তা প্রদর্শিত হচ্ছিল, যেখানে লেখা ছিল, “দুঃখিত, টিকটক আর সচল নেই। 

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার একটি আইন কার্যকর হয়েছে, ফলে এখন এই অ্যাপ ব্যবহার করা সম্ভব নয়। তবে আমরা আশাবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে একটি সমাধান বের করতে আমাদের সঙ্গে কাজ করবেন।”

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে ৯০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, "সোমবার আমি দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে। এই সময়ের মধ্যে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে সমঝোতার পথ খোঁজা হবে।"

যুক্তরাষ্ট্রে ১৭ কোটি টিকটক ব্যবহারকারী রয়েছেন। অ্যাপটির মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং মার্কিন প্রশাসনের অভিযোগ, টিকটক চীনের গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাইটড্যান্সের মালিকানা পরিবর্তন বা যুক্তরাষ্ট্রে বিক্রি করার দাবি ওঠে এবং বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছায়। শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্ট টিকটক বন্ধের নির্দেশ দেয়।

সূত্র: বিবিসি