যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো টিকটক

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৪০ PM

মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে জনপ্রিয় অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়েছে। দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছেন। এর আগে নিষিদ্ধের বিরুদ্ধে টিকটকের পরিচালনাকারীরা সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। তবে আদালত সর্বসম্মতিক্রমে টিকটকের নিষেধাজ্ঞার পক্ষে রায় দেয়।

মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিল মাসে একটি আইন পাস করেন, যার মধ্যে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল যে, তারা চীনের পেরেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এটি হুমকি হিসেবে বিবেচিত হওয়ায়, তারা ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে অ্যাপটির নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। তবে, যদি টিকটক চীনের পেরেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক শেষ করে, তাহলে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম চালানোর সুযোগ থাকবে।

আদালত তার রায়ে বলে, টিকটককে নিষিদ্ধ করা হলে এটি বাকস্বাধীনতার ওপর কোন প্রভাব ফেলবে না, কারণ এটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন।

বিশেষজ্ঞরা জানান, যারা আগে থেকে অ্যাপটি ডাউনলোড করেছেন তারা তা ব্যবহার করতে পারবেন, তবে নতুনভাবে কেউ আর অ্যাপটি ডাউনলোড বা আপডেট করতে পারবেন না। ফলে এটি ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়বে।

এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন জানিয়েছে যে, তারা নিষেধাজ্ঞাটি কার্যকর করবে না এবং এটি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেবে।