এবার মহাকাশে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে চীন!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:৫৫ AM

সমুদ্রে বিশাল বিশাল বাঁধ দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার পর চীন এবার মহাকাশে বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। দেশটির সরকার জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।

চীনের সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ইতিমধ্যে মহাকাশে বাঁধের নকশা প্রকাশ করেছে চীন। তবে, এটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

মহাকাশে বাঁধ নির্মাণের পরিকল্পনাকারী বিজ্ঞানী লং লেহাও। তিনি তাঁর প্রকল্পটির নাম দিয়েছেন 'থ্রি গর্জেস ড্যাম প্রজেক্ট অন আর্থ'। এই প্রকল্পের আওতায় ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় পৃথিবীর জিয়োস্টেশনারি কক্ষপথে এক কিলোমিটার প্রশস্ত সৌর প্যানেল বসানোর পরিকল্পনা করেছেন।

গবেষকরা জানিয়েছেন, দিন-রাতের পরিবর্তন, আবহাওয়া বা ঋতু পরিবর্তনেও এই সৌর প্যানেলগুলোর কোনো ক্ষতি হবে না এবং সেগুলি সব সময় বিদ্যুৎ উৎপাদন করবে।

লং লেহাও বলেছেন, "আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। জিয়োস্টেশনারি কক্ষপথে সৌর প্যানেল বসানো হবে, যা এক বছরে অপরিশোধিত তেলের পরিমাণে শক্তি উৎপাদন করবে।"

এই প্রকল্প বাস্তবায়নে জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেটের প্রয়োজন হবে এবং সে জন্য দুটি রকেট তৈরি করা হচ্ছে। একটি রকেটের নাম 'সিজেড-৫' এবং অন্যটির নাম 'সিজেড-৯'। 'সিজেড-৯' রকেটটি দিয়েই মহাকাশে সৌর প্যানেল স্থাপন করা হবে।

তবে, যুক্তরাষ্ট্রের গবেষকরা মনে করছেন এই ধরনের প্রকল্প মানবজাতির জন্য বিপজ্জনক হতে পারে।