নতুন আপডেট নিয়ে এলো টেলিগ্রাম অ্যাপ, যুক্ত হচ্ছে যেসব ফিচার

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:০৯ AM

২০২৫ সালের প্রথম আপডেট নিয়ে হাজির হয়েছে টেলিগ্রাম অ্যাপ, যা নিয়ে এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার। নতুন এই আপডেটের মাধ্যমে টেলিগ্রাম অ্যাপটিতে যুক্ত হয়েছে থার্ড-পার্টি অ্যাকাউন্ট ভেরিফিকেশন, নতুন মেসেজ সার্চ ফিল্টার এবং বিভিন্ন উপহার বা গিফটকে নন-ফানজিবল টোকেনে (এনএফটি) রূপান্তর করার সুযোগ।

টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে স্ক্যাম ও ভুয়াতথ্য ছড়ানোসহ বিভিন্ন অপরাধমূলক কাজ রুখতে এবার তাঁরা ব্যবহারকারীদের জন্য থার্ড-পার্টি অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা তৃতীয় পক্ষ অ্যাকাউন্ট যাচাইকরণ সুবিধা নিয়ে এসেছে। তবে এমন নয় যে, টেলিগ্রামে এর আগে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফিচারটি ছিল না। বস্তুত গুরুত্বপূর্ণ ব্যক্তি (পাবলিক ফিগার) ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরও আগে থেকেই অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ব্যবস্থা আছে এই ক্লাউড-ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে। এবার শুধু নতুন করে থার্ড-পার্টি কর্তৃক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সুবিধাটি যুক্ত করল টেলিগ্রাম।

নতুন এই ফিচারটির কল্যাণে ইতোমধ্যেই যাচাইকৃত বা ভেরিফায়েড বিভিন্ন সংস্থা- যেমন খাদ্যমান নিয়ন্ত্রক সংস্থা বা শিক্ষা সম্পর্কিত কোনো কনসোর্টিয়াম- টেলিগ্রামের বিভিন্ন অ্যাকাউন্টকে ভেরিফাই করতে পারবে। শুধু তাই নয়, থার্ড-পার্টি দিয়ে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোতে নামের পাশে পুরোনো নীল রঙের চেকমার্কের পরিবর্তে দেখা যাবে নতুন একটি লোগো।

এ প্রসঙ্গে এক ব্লগ পোস্টে টেলিগ্রাম বলেছে যে, স্ক্যাম প্রতিরোধ ও ভুল তথ্য ছড়ানো কমিয়ে আনতে সহায়ক হবে এই থার্ড-পার্টি ভেরিফিকেশন প্রক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই ব্যবস্থাকে নতুন স্ট্যান্ডার্ড বলেও দাবি করা হয় টেলিগ্রামের ব্লগ পোস্টে।

টেলিগ্রামে থার্ড-পার্টি অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া
টেলিগ্রাম অ্যাপে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভেরিফায়েড মার্ক (চিহ্ন) পেতে হলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে। টেলিগ্রাম বলছে, বিভিন্ন প্রতিষ্ঠান চাইলে টেলিগ্রামের বট এপিআই ব্যবহার করে ভেরিফিকেশন মার্ক যুক্ত করতে ও সরিয়ে নিতে পারবে। প্রক্রিয়াটি অনেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বের টুইটার) ভেরিফিকেশন টিকমার্ক কেনা ও অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ভেরিফাই করার মতোই। 

নতুন আপডেটে আরও যেসব ফিচার এল টেলিগ্রামে
২০২৫ সালের প্রথম এই আপডেটের কল্যাণে আরও একটি চমকপ্রদ ফিচার যুক্ত হচ্ছে টেলিগ্রামে। আর এই ফিচারটি হচ্ছে, অ্যাকাউন্টে আসা গিফটগুলোকে নন-ফানজিবল টোকেনে (এনএফটি) রুপান্তর করার সুযোগ। এছাড়া নতুন ব্যাকগ্রাউন্ড ও আইকন ব্যবহারেরও সুযোগ আছে। ব্যবহারকারীরা চাইলে উপহারও পাঠাতে পারবেন, তবে এক্ষেত্রে খরচ করতে হবে ‘টেলিগ্রাম স্টারস’- যেটা কেনা যাবে টেলিগ্রাম অ্যাপ থেকেই। তবে ‘টন’ ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে ফ্র্যাগমেন্ট সাইট থেকেও কেনা যাবে ‘টেলিগ্রাম স্টারস’। 

টেলিগ্রাম জানিয়েছে, ব্যবহারকারীরা এই নন-ফানজিবল টোকেনগুলো (এনএফটি) বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, ব্যবহারকারীদের গিফট আপগ্রেডের জন্য টেলিগ্রাম একটি ফি নিয়ে থাকে এবং এই ফি থেকেই ব্লকচেইন-ভিত্তিক লেনদেনের খরচের যোগান দেওয়া হয়। টেলিগ্রামে ক্রিয়েটরদের মনিটাইজেশন এবং গেমস ও অ্যাপসের অর্থ পরিশোধের (পেমেন্ট) মাধ্যম হিসেবে বেশ অনেকদিন ধরেই ক্রিপ্টোকারেন্সি ব্যবহৃত হচ্ছে।

নতুন আপডেটের কল্যাণে আরও দুটি ফিচার যুক্ত হয়েছে টেলিগ্রামে। এর একটি হচ্ছে বিভিন্ন সার্ভিস মেসেজের (যেমন গ্রুপে নতুন কেউ যুক্ত হয়েছে) ক্ষেত্রে ইমোজি রিঅ্যাকশন দেওয়ার সুযোগ। আর অন্য ফিচারটি হলো এখন থেকে প্রাইভেট চ্যাট, গ্রুপ চ্যাট ও বিভিন্ন চ্যানেলে সার্চ করার (সার্চ ফিল্টার) সুযোগ পাবেন ব্যবহারকারীরা। 

সূত্র: টেলিগ্রাম, টেকক্রাঞ্চ