থ্রেডসে আসছে ‘পোস্ট শিডিউল’ ফিচার
মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস। অল্পদিনে জনপ্রিয় হওয়া এই মাধ্যমটি অচিরেই আসতে চলেছে পোস্ট শিডিউল করার ফিচার। শুরুতে অবশ্য পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর কাছেই ফিচারটি পৌঁছে দেওয়া হবে। সম্প্রতি ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি তাঁর থ্রেডস অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন।
গত ১৭ ডিসেম্বর থ্রেডসে প্রকাশিত নিজের পোস্টে মোসেরি বলেন, ‘আমরা অচিরেই থ্রেডসে পোস্ট শিডিউল ফিচারটি পরীক্ষা করতে যাচ্ছি, যেটা নিয়ে আমরা দীর্ঘ অনেক মাস ধরেই কাজ করে আসছি। তবে ব্যবহারকারীরা রিপ্লাই শিডিউল করতে পারবেন না। ব্যবহারকারীদের হাতে থ্রেডসে পোস্ট করার বিভিন্ন অপশন এবং রিয়েল-টাইম কনভারসেশন- এই দুইয়ের মধ্যে আমরা ভারসাম্য বজায় রাখতে চাই। আপনি যদি এই পরীক্ষার অংশ হয়ে থাকেন, এই ফিচারটি সম্পর্কে আপনার ভাবনা আমাদেরকে জানান।’
অর্থাৎ, প্রাথমিকভাবে যে সকল ব্যবহারকারীরা থ্রেডসে পোস্ট শিডিউল ফিচারটির অ্যাক্সেস পাবেন তারা এই ফিচারটি ব্যবহার করে নিজেদের মতামত জানাতে পারবেন থ্রেডস টিমের কাছে। এরপর সে অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন এনে পর্যায়ক্রমে সকল ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে এটি।
তবে ব্যবহারকারীরা পোস্টের রিপ্লাই আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন না। যেমনটা মোসেরি বলেছেন, তাঁরা চাইছেন ব্যবহারকারীদের কাছে পোস্ট করার বিভিন্ন অপশনগুলো থাকুক। কিন্তু এর পাশাপাশি ব্যবহারকারীদেরকে রিয়েল-টাইম বার্তালাপেও উৎসাহিত করে থ্রেডস।
প্রাথমিকভাবে ‘পোস্ট শিডিউল’ ফিচারটি যাদের কাছে পৌঁছবে তারা এটি পোস্ট কমপোজার সেকশনের ‘থ্রি ডট’ মেন্যুতে পেয়ে যাবেন। শিডিউল করে রাখা সকল পোস্ট ড্রাফটস ফোল্ডারে দেখা যাবে, যেখানে ব্যবহারকারী ইচ্ছেমতো এগুলো এডিট, ডিলিট বা পোস্ট পাবলিশ হওয়ার সময় পরিবর্তন করতে পারবেন।
চলতি সপ্তাহেই ইন্সটাগ্রাম তাঁদের ব্যবহারকারীদের জন্য ডিরেক্ট মেসেজ শিডিউল করার ফিচারটি নিয়ে এসেছে। অবশ্য পোস্ট করার ক্ষেত্রে শিডিউল ফিচারটি ২০২২ সাল থেকেই ব্যবহার করতে পারছেন ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা। উল্লেখ্য, ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপসহ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অনেক দিন ধরেই রয়েছে পোস্ট শিডিউল করার ফিচার।
উল্লেখ্য, থ্রেডস প্ল্যাটফর্মটি তৈরি করেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম। গত বছর জুলাইতে থ্রেডস প্ল্যাটফর্মটি নিয়ে আসে মেটা। ইলন মাস্কের মালিকানাধীন জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট এক্স (পূর্বের টুইটার)-এর আদলে তৈরি করা হয়েছে থ্রেডস এবং মূলত এক্স-এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করতেই নতুন এই প্ল্যাটফর্মটি নিয়ে এসেছে মেটা। গত মঙ্গলবার মেটার প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন যে, ১০ কোটিরও বেশি মানুষ এখন দৈনিক থ্রেডস ব্যবহার করেন। আর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাটা বর্তমানে ৩০ কোটি।
সূত্র: থ্রেডস, টেকক্রাঞ্চ