নতুন ফিচার আনছে মাইক্রোসফট; থাকছে কণ্ঠস্বর নকল ও ভাষা অনুবাদের সুবিধা
প্রযুক্তি জগতের জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট। ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে মাইক্রোসফট টিমস। এর সাহায্যে ব্যবহারকারীর কণ্ঠস্বর ক্লোন করা এবং একটি ভাষাকে যেকোনো ভাষায় অনুবাদ করে শ্রোতার কানে পৌঁছে দেওয়া যাবে। অর্থাৎ, আপনি যে ভাষাতেই কথা বলেন না কেন, এটি আপনার কথাকে শ্রোতার জন্য তার ভাষায় অনুবাদ করে দেবে।
টিমসের নতুন এ ফিচারের নাম ইন্টারপ্রেটার। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফিচারটির সাহায্যে বিভিন্ন ভাষাভাষি লোকেদের যোগাযোগ আরও সহজ হবে বলে এক ব্লগ পোস্টে এমনটাই জানিয়েছেন মাইক্রোসফটের সিএমও জারেদ স্পারটারো।
এক অনুষ্ঠানে মাইক্রোসফট জানায়, নতুন এ ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের নিজেদের কণ্ঠস্বর নকল করতে পারবেন এবং শ্রোতাদের জন্য তাদের কথা বা বক্তব্য বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবেন।
অর্থাৎ, কোনো মিটিংয়ে বা কারো সামনে কথা বলার সময় ফিচারটি ব্যবহার করে বক্তার কথাগুলো তৎক্ষণাৎ অনুবাদ করে শ্রোতার নিজের ভাষায় তার কানে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সে হিসেবে বলতে গেলে ফিচারটি দোভাষীর ভূমিকা পালন করবে।
ফিচারটি কেবল মাইক্রোসফট৩৬৫ এর সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারবেন এবং প্রাথমিকভাবে ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, কোরিয়ান, পর্তুগিজ, মান্দারিন ও স্প্যানিশ ভাষায় চালু করা হবে।
ইন্টারপ্রেটার টুলটি ইংরেজি না জানা মানুষদের জন্য ঘরে বসে দূরের কাজ বা চাকরি (রিমোট জব) করার এবং অনলাইন মিটিং সহজ করে তুলতে সাহায্য করতে পারে। তবে টুলটি ব্যবহারের সময় নিরাপত্তা ও প্রযুক্তিগত বিষয় নিয়ে কিছু উদ্বেগ রয়েছে।
সূত্র: ইয়াহু টেক