মেটাকে ১৮০ কোটি টাকা জরিমানা করল দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ AM

সম্প্রতি প্রযুক্তি জগতের জায়ান্ট কোম্পানি গুগলকে বিশাল অংকের জরিমানা করেছে রাশিয়া। প্রতিষ্ঠানটিকে এত পরিমাণ জরিমাণা করা হয়েছে যে তত টাকা পুরো বিশ্বেই নেই!

এবার ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা এবার বড় অংকের জরিমানার সম্মুখীন হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে। অনুমতি ছাড়াই গ্রাহকদের সংবেদনশীল ডেটা সংগ্রহ করা এবং সেগুলো কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়াই বিজ্ঞাপনদাতাদের সাথে শেয়ার করার কারণে মেটাকে ১৫ দশমিক ৬৭ মিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় ১৮০ কোটি টাকা) জরিমানা করা হয়েছে। সম্প্রতি এমনটাই জানিয়েছে সিউলের ডেটা সুরক্ষা এজেন্সি।

দক্ষিণ কোরিয়ায় প্রায় ৯ লাখ ৮০ হাজার ফেসবুক ব্যবহারকারীর কাছ থেকে তাদের ধর্ম, লিঙ্গ ও রাজনৈতিক মতাদর্শের মতো সংবেদনশীল তথ্য তাদের অনুমতি ব্যতীত সংগ্রহ করেছে মেটা এবং পরবর্তীতে প্রায় ৪ হাজার বিজ্ঞাপনদাতা সেগুলো ব্যবহার করেছে। দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন গত মঙ্গলবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। তবে মেটার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

মেটাকে জরিমানা করার কারণ সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত জানিয়েছে কমিশন। তারা বলেছে যে, মেটা ব্যবহারকারীদের আচরণগত ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করেছে তাদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি না নিয়েই। বিশেষ করে ব্যবহারকারীরা কোন কোন পেজ লাইক করেছে, ফেসবুকের কোন কোন বিজ্ঞাপনে ক্লিক করেছে এবং কোন ধরণের বিজ্ঞাপনী থিম তারা তৈরি ও পরিচালনা করেছে- এমন সব ব্যক্তিগত সংবেদনশীল ডেটা ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই বিজ্ঞাপনদাতাদের সাথে শেয়ার করেছে প্রতিষ্ঠানটি। 

মেটার এই আচরণ ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিষয়ক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেই মনে করে দক্ষিণ কোরিয়ার ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন। শুধু তাই নয়, মেটা অন্যায়ভাবে ব্যবহারকারীদের অনুরোধ সত্ত্বেও তাদেরকে ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে দেয়নি। পাশাপাশি প্রায় ১০ জন দক্ষিণ কোরীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের দ্বারা ফাঁস হওয়া থেকেও রক্ষা করতে পারেনি মেটা।

সূত্র: রয়টার্স