আপনার ফোনকে যেভাবে টিভির রিমোর্ট বানাবেন
আপনার বাসায় স্মার্ট টেলিভিশন আছে, কিন্তু সেটি হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না। অথবা নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনার এখনই দরকার। টেলিভিশন বন্ধ করবেন, অথবা পছন্দের কোনো ধারাবাহিক কিংবা সংবাদ দেখার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে নিজের স্মার্টফোনটিকেই বানিয়ে ফেলতে পারেন টিভির রিমোট। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে স্মার্টফোনকে রিমোট হিসেবে ব্যবহার করা যাবে।
যেভাবে স্মার্টফোনকে রিমোট বানাবেন
* প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে।
* এরপর গুগল টিভি অ্যাপ ফোনে ডাউনলোড করে ইনস্টল করুন।
* টিভি এবং ফোন একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে।
* টিভিতে ব্লুটুথ সাপোর্ট করলেও এই ফিচার ব্যবহার করা যাবে।
* এরপর ফোনের মধ্যে গুগল টিভি অ্যাপ চালু করুন।
* স্ক্রিনের নীচে ডানদিকের কোণে যে রিমোট বাটন রয়েছে সেখানে ট্যাপ করতে হবে।
* এবার অ্যাপের সাহায্যে ডিভাইস স্ক্যান করতে হবে।
* আপনার টিভি সেট খুঁজে পাওয়া গেলে টিভি স্ক্রিনে একটি ইউনিক কোড দেখতে পাওয়া যাবে।
* কোডটি অ্যাপের মধ্যে প্রবেশ করালে টিভি এবং আপনার ফোনের পেয়ারিং সফলভাবে সম্পন্ন হবে।
* একবার পেয়ারিং হয়ে গেলে অনায়াসে স্মার্টফোনটি টিভি রিমোট হিসবে ব্যবহার করতে পারবেন।
সূত্র: গ্যাজেটস নাউ, অ্যন্ড্রয়েড অথরিটি