মাইক্রোসফট উইনডোজ ও সারফেজের প্রধান হলেন ভারতীয় পবন
প্রযুক্তি জগতে একক আধিপত্য বিস্তার করছে ভারতীয়রা। এর আগে গুগলের সিইও থেকে শুরু করে আরও অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধানের পদ দখল করেছে ভারতীয়রা। এবার প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট উইনডোজ ও সারফেজের নতুন প্রধান হিসেবে ভারতীয় প্রকৌশলী পবন ভাদুলুরিকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই পদে দায়িত্ব পালন করেছেন প্যানোস পানে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দীর্ঘ ১৯ বছর মাইক্রোসফটে কাজ করার পর গত বছর অ্যামাজনে যোগ দিয়েছেন প্যানোস পানে। এরপর তাঁর পদে পবনকে নিয়োগ দিল বিল গেটসের প্রতিষ্ঠান। পবন ভাদুলুরি এর আগেও সারফেজ গ্রুপের তত্ত্বাবধান করেছেন। এখন তিনি উইনডোজ ও সারফেজ উভয় বিভাগের নেতৃত্ব দেবেন।
মাইক্রোসফটের হেড অব এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিভাইসের প্রধান রাজেশ ঝা বলেন, ‘আমরা সময়ের সঙ্গে পরিবর্তনে বিশ্বাসী। আর এই পরিবর্তনের অংশ হিসেবে উইনডোজ এক্সপেরিয়েন্স ও উইনডোজ ডিভাইস টিমকে একত্রিত করা হয়েছে। কারণ এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গ্রাহকদের আরও অধিক সেবা দেওয়া ছাড়া উপায় নেই। এখন এই সমন্বিত টিমের নেতৃত্ব দেবেন পবন ভাদুলুরি।’
পবন ভাদুলুরি মাইক্রোসফটের এআই টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন উল্লেখ করে রাজেশ ঝা আরও বলেন, ‘পবন নিয়মিতভাবে কাজের অগ্রগতিসহ সামগ্রিক বিষয় আমার কাছে রিপোর্ট করবেন। আর শিল্পা রঙ্গনাথন ও জেষ জনসনের দল পবনের কাছে রিপোর্ট করবে।’
এনডিটিভি জানিয়েছে, পবন ভাদুলুরি ভারতের প্রখ্যাত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইআইটি মাদ্রাজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
২০০১ সালে রিলায়্যাবিলিটি কম্পোন্যান্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে কর্মজীবন শুরু করেছিলেন পবন। দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে তিনি এক্সবক্স হার্ডওয়্যার, সারফেস ও উইনডোজসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০২১ সালে উইনডোজের সিলিকন অ্যান্ড সিস্টেম ইনটিগ্রেশন বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয় পবনকে।
মাইক্রোসফট হার্ডঅয়্যারের পাশাপাশি উইনডোজ ইঞ্জিনিয়ারিংয়ের নেতৃত্ব দিয়েছেন পবন। এখন তিনি মাইক্রোসফটের উইনডোজ এবং সারফেস জাতীয় পণ্যগুলোর জন্য নিবেদিত দলের নেতৃত্ব দেবেন।