আপনার ব্যবহৃত ফোনটি বৈধ নাকি অবৈধ? যাচাই করবেন যেভাবে
সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা এবং ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধে অনিবন্ধিত মোবাইল সেট বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। শিগগির নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এসব হ্যান্ডসেট। এমনটাই জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনার পরই এ ঘোষণা দিল নিয়ন্ত্রক সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসি কর্তৃক জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ বা প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত বা আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা এবং ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ করার উদ্দেশ্যে এনইআইআর পূর্ণাঙ্গ রূপে চালু করার কার্যক্রম শুরু করা হয়েছে।
এতে আরও বলা হয়, অতি শিগগিরই অবৈধ মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এ পরিপ্রেক্ষিতে সর্বসাধারণকে মোবাইল হ্যান্ডসেট বৈধতা যাচাই পূর্বক কেনার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ অবস্থায় নিজের ফোন সেটটি যাচাই করে নিন নিজেই। অথবা কেনার আগে যাচাই করে নিন সেটের বৈধতা।
হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা যাবে যেভাবে
মোবাইল হ্যান্ডসেট থেকে মেসেজ অপশনে গিয়ে KYD<space> ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণস্বরূপ: KYD 123456789012345) ১৬০০২ -নম্বরে পাঠালে ফিরতে মেসেজেই জানা যাবে মোবাইলটি বৈধ না অবৈধ।
যেভাবে কাজ করবে এনইআইআর
বিটিআরসির তথ্যমতে এখন পর্যন্ত প্রায় ১৪ কোটি আইএমআই নম্বর এবং সাত কোটি মোবাইল সেটের তথ্য নক অটোমেশন অ্যান্ড আইএমইআই ডেটাবেজ (এনএআইডি) সিস্টেমে সংযোজিত হয়েছে। এ সিস্টেমের আইএমইআইগুলো, মোবাইল অপারেটরের ইআইআর এবং বিটিআরসিতে স্থাপিত জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় এনইআইআর একটি সমন্বিত সিস্টেম হিসেবে কাজ করবে। এনইআইআর সিস্টেমটি সরাসরি প্রত্যেক মোবাইল অপারেটরের নিজ নিজ ইআইআরের সঙ্গে সংযুক্ত থাকবে।
গ্রাহকদের মোবাইল ফোন হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে নিবন্ধিত হয়ে চালু হবে।
বিদেশ থেকে আসা হ্যান্ডসেটের ক্ষেত্রে
দেশের বাইরে থেকে ব্যক্তিগত পর্যায়ে কেনা হ্যান্ডসেট বা উপহার হিসেবে আসা স্মার্টফোনগুলো গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে এনইআইআর-এর ওয়েব পোর্টালের মাধ্যমে কেনার রসিদ যাচাই করে এবং যেসব সেট উপহারের যথেষ্ট প্রমাণ যাচাই-বাছাই করে বিটিআরসির সিদ্ধান্তে এনইআইআরে সক্রিয় করা হবে।