মেন্টগুলো ডিলিট না করেই নতুন কমেন্ট সাময়িকভাবে বন্ধ করা যাবে
কমেন্ট বন্ধ করা যাবে যখন-তখন
কমেন্ট বন্ধের ‘পজ’ ফিচার আনল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এর মাধ্যমে আগের কমেন্টগুলো ডিলিট না করেই নতুন কমেন্ট সাময়িকভাবে বন্ধ করা যাবে। এই ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের নেতিবাচক ও আপত্তিকর কমেন্ট ফিল্টার বা সরানোর সময় দেবে।
এই পজ অপশনটি ইউটিউব অ্যাপের ওয়াচ পেজে বা ইউটিউব স্টুডিও থেকে চালু করতে হবে। অ্যাপের ভিডিওয়ের কমেন্ট অপশনের ডান পাশের ওপরের সেটিংসে ফিচারটি পাওয়া যাবে। পজ বাটনটি চালু থাকলে দর্শক বা ভিউয়ারা ভিডিওয়ের নিচে দেখতে পারবে যে, ক্রিয়েটর কমেন্ট করার ফিচার বন্ধ করে দিয়েছে। তবে ভিউয়াররা আগের পোস্ট করা কমেন্টগুলো দেখতে পারবে।
গত অক্টোবর থেকে ইউটিউব পজ করার ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে। এবার আনুষ্ঠানিকভাবে সেটি চালু হল। ইউটিউব বলছে, অনেক বেশি কমেন্টের ফলে কনটেন্ট ক্রিয়েটররা অভিভূত হয়ে গেলে এই ফিচার তাদের কমেন্ট নিয়ন্ত্রণের সুবিধা দেবে।