গুগল সার্চে ছবি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাবে 'এআই মোড'

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১১:০৫ AM

এখন থেকে গুগল সার্চে ছবি সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ছবির মধ্যে থাকা বিভিন্ন উপকরণ এবং বিষয়বস্তু সম্পর্কে জানতে গুগল তাঁদের সার্চ ইঞ্জিনের ‘এআই মোড’ ফিচারে মাল্টিমোডাল ভিজ্যুয়াল সার্চ ক্ষমতা যুক্ত করেছে। সোমবার প্রকাশিত একটি ব্লগ পোস্টে গুগল এই ফিচারের নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।

গত মাসে গুগল সার্চে ‘এআই মোড’ ফিচারটি চালু করা হয়, যা প্রাথমিকভাবে শুধুমাত্র গুগল ওয়ান এআই প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উপলব্ধ ছিল। চালুর পর থেকেই এই ফিচারটি ব্যাপক প্রশংসা পেয়েছে, এবং এ কারণে গুগল এই ফিচারটিকে আরও উন্নত এবং আকর্ষণীয় করার জন্য কাজ করছে।

গুগল সার্চের এআই মোডে মাল্টিমোডাল ভিজ্যুয়াল সক্ষমতা নিয়ে আসার জন্য গুগল তাঁদের জনপ্রিয় দুটি টুল- গুগল লেন্স ও গুগল জেমিনিকে একত্রিত করেছে। অর্থাৎ, গুগল লেন্সের ছবি শনাক্ত করার সক্ষমতার সাথে যুক্ত করা হয়েছে জেনারেটিভ এআই প্রযুক্তির অ্যাসিসট্যান্ট জেমিনিকে। বস্তুত জেমিনি’র একটি কাস্টম ভার্সন ব্যবহার করা হয়েছে যাতে করে গুগল লেন্স প্রযুক্তিতে শনাক্ত করা ছবির বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে ব্যবহারকারীকে বিস্তারিত তথ্য জানাতে পারে গুগল সার্চের এআই মোড। 

মাল্টিমোডাল ভিজ্যুয়াল সার্চ সক্ষমতার কল্যাণে ব্যবহারকারীর তোলা বা আপলোড করা একটি ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে সক্ষম গুগল সার্চের ‘এআই মোড’। ছবিতে থাকা বিভিন্ন উপাদান বা বিষয়বস্তু শনাক্ত করার পর এবং ব্যবহারকারীর অনুসন্ধান অনুযায়ী এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবে ‘এআই মোড’ ফিচারটি। উল্লেখ্য, গুগল সার্চের এআই মোড ফিচারটি আপাতত কেবলমাত্র আমেরিকাতেই সীমাবদ্ধ।

ভিজ্যুয়াল সার্চ নিয়ে গুগলের দীর্ঘদিনের গবেষণার প্রতিফলন ঘটেছে গুগলের এআই মোড ফিচারটিতে। ব্লগ পোস্টে গুগল এমনটাই দাবি করেছে। প্রকৃতপক্ষে, ভিজ্যুয়াল সার্চ সক্ষমতাকে এআই’র শক্তিতে এক অন্য মাত্রায় নিয়ে গেছে তাঁরা। 

জেমিনি’র মাল্টিমোডাল সক্ষমতার কল্যাণে ‘এআই মোড’ ফিচারটি এখন একটি ইমেজ বা ছবির পুরো দৃশ্য সম্পর্কে বিশ্লেষণাত্মক তথ্য প্রদানে সক্ষম। এক্ষেত্রে ছবিতে উপস্থিত একাধিক অবজেক্টের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রেক্ষাপট ও তাঁদের অনন্য উপকরণ, রং, আকার ও বিন্যাস বিচার-বিশ্লেষণ করে থাকে ফিচারটি। গুগলের ডিপ ভিজ্যুয়াল সার্চ প্রযুক্তি ব্যবহার করে গুগল লেন্স একটি ছবিতে থাকা প্রতিটি অবজেক্ট সঠিকভাবে শনাক্ত করতে পারে।

ব্লগ পোস্টে গুগল আরও বলেছে, মাল্টিমোডাল সক্ষমতাসম্পন্ন ‘এআই মোড’ ফিচারটিতে ‘কুয়েরি ফ্যান-আউট’ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে ‘এআই মোড’ একটি ছবিতে থাকা বিভিন্ন অবজেক্ট বা উপাদান সম্পর্কে আলাদা আলাদা অনুসন্ধান চালিয়ে থাকে। ফলে সার্বিকভাবে ছবিটি সম্পর্কে গভীর ও বিস্তারিত তথ্য প্রদান করতে পারে গুগল সার্চের এআই মোড, যেমনটা গুগল সার্চের প্রচলিত পদ্ধতিতে করা যায় না। 

গুগল সার্চের এআই মোডে মাল্টিমোডাল ভিজ্যুয়াল সক্ষমতাকে ইমেজ সার্চের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটি। এর কল্যাণে এখন নির্দিষ্ট একটি ছবি সম্পর্কে সূক্ষ্ম ও প্রাসঙ্গিক তথ্য পাওয়া সম্ভব। 

এআই মোড গুগল সার্চের পরীক্ষামূলক একটি ফিচার। গুগল দাবি করছে তাঁরা নতুন এই ফিচারটিতে ব্যবহারকারীদের ভালো সাড়া পেয়েছে। ফলে এআই ফিচারটিকে আরও উন্নত করার প্রয়াস গুগল অব্যাহত রাখবে বলেই আশা করা যায়। পারপ্লেক্সিটি ও চ্যাটজিপিটির মতো জনপ্রিয় এআই সার্চ টুলগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এর কোনো বিকল্পও নেই গুগলের সামনে। 

গুগল অবশ্য ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে, এআই মোড ফিচারটির উন্নয়নের কাজ তাঁরা অব্যাহত রাখবে। তবে কবে নাগাদ গুগল সার্চের সাধারণ ব্যবহারকারীরা ‘এআই মোড’ ফিচারটি অ্যাক্সেস করতে পারবেন এ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি গুগল।

সূত্র: গুগল ব্লগ, সিলিকন অ্যাঙ্গেল