বাবা হারালেন সুচিত্রা সেনের নাতনি রাইমা ও রিয়া সেন
বাবা হারালেন বিখ্যাত নায়িকা সুচিত্রা সেনের নাতনি অভিনেত্রী রিয়া সেন ও রাইমা সেন। অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মারা যান। হঠাৎ করেই ভরতের শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছিল। কিন্তু তার আগেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ত্রিপুরার রাজ পরিবারের সদস্য ভরত। ১৯৭৮ সালে তাঁকে বিয়ে করেন সুচিত্রা সেনের একমাত্র কন্যা মুনমুন সেন। ১৯৭৯ সালে মুনমুন-ভরতের প্রথম সন্তান রিয়ার জন্ম হয়। তার বছর দুয়েক পর জন্ম হয় রাইমার। দুই সন্তানের জন্মের পর মুনমুন বড়পর্দায় পা রাখেন।
ভরতের সঙ্গে কীভাবে পরিচয় হয়েছিল, এক সাক্ষাৎকারে এ বিষয়ে জানিয়েছিলেন মুনমুন সেন। তিনি বলেছিলেন, ‘ওর সঙ্গে প্রথম একটা বিয়েবাড়িতে দেখা হয়েছিল। ভরত আমার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছিল।’ ঘটনাক্রমে ওইদিন পার্টি শেষে মুনমুন সেনকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলেন ভরত দেববর্মা। আর সেই থেকেই সম্পর্কের শুরু মুনমুন-ভরতের।
গত ২৮ সেপ্টেম্বর ছিল ভরত দেববর্মার জন্মদিন। বাবার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেচ্ছাবার্তা জানান রাইমা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘‘শুভ জন্মদিন বাবা, আমাদের সমস্ত স্বপ্ন সত্যি করে তোলার পিছনে তোমার বিরাট অবদান রয়েছে। মজাদার, ভালোবাসায় পূর্ণ বাবা হয়ে থাকার জন্য থ্যাংক ইউ ড্যাড। তোমার এই রসিকতা ও হাসি অটুট থাকুক। #বেস্ট ড্যাড এভার…‘দ্য অরিজিনাল রকস্টার’।’’