পর্দায় ক্যামিস্ট্রি; বাস্তবে অশ্লীলতার অভিযোগ অভিনেত্রীর

ছোটপর্দার অভিনেত্রী জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ ‘আর্য’ ও ‘অপু’ চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। অল্প সময়েই এই ধারাবাহিক সিরিয়ালপ্রেমীদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে ‘আর্য-অপর্ণা’র পর্দার রসায়ন নজর কেড়েছে সবার।
তবে পর্দার কেমিস্ট্রি যতটা গভীর, বাস্তব জীবনে যেন ঠিক উল্টো। সম্প্রতি সহশিল্পী জিতু কামালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন দিতিপ্রিয়া রায়, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।
গত সোমবার রাতে একটি পোস্ট করে অভিনেত্রী জানান, তাকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই।
এরপর জীতু জানিয়েছিলেন, সহ-অভিনেত্রীকে স্নেহ করলেও আত্মপক্ষ সমর্থনের মতো তার কাছে যাবতীয় স্ক্রিনশট আছে। তিনি বলেন, নেহাতই বাচ্চা মেয়ে। তাই এরকমটা করে ফেলেছে সঠিক সময় আসুক আমিও এর জবাব দেব। সহ অভিনেত্রীর সঙ্গে তো ঠাট্টা, ইয়ার্কি করাই যায়, ও বাচ্চা মেয়ে তাই বুঝতে পারেনি।
দিতিপ্রিয়ার অভিযোগের পরেই দর্শকমহলের একাংশের ক্ষোভের মুখে পড়েন জীতু। অভিনেতার চরিত্র নিয়েও ওঠে প্রশ্ন। তার জবাবেই দিতিপ্রিয়ার সঙ্গে কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট পোস্ট করে নিজের বক্তব্য জনসমক্ষে রেখেছেন।
সেই পোস্টে অভিনেতা লেখেন ‘আমি সামনাসামনি কথা বলি না। সত্য কথা। আমি স্টুডিওতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোন বিষয় নিয়ে চর্চা করি না।সত্য কথা। আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি সত্য কথা। কিন্তু, কী কথা বলি সেটাই নিয়েই তো প্রশ্ন! এই নিন। (নিজের বাবা-মার সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম।) আমি সবটা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি বলেন ভুল,সরাসরি বলবেন আমি নিজেকে পাল্টে নেবো।”
এদিকে নিজের ফেসবুক স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন জিতু। ছোট্ট ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি পাহাড়ের কোলে বয়ে চলা এক খরস্রোতা নদীর পাশে এক বসে রয়েছেন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে চ্যাটালো পাথর, ঘন জঙ্গল। নিরালা, নিঃঝুম পরিবেশ। সেই ব্যক্তি আপনমনে ঘোরাফেরা করছেন, নিজের জন্য চা বানাচ্ছেন।
এককথায় একেবারে টেনশন ফ্রি। তবে লক্ষণীয় ভিডিওর আবহে ভেসে আশা কয়েকটি কথা। সেখানে শোনা যাচ্ছে, “সবাইকে জবাব দিতে দিতে আমি ক্লান্ত। কতজনকে আর কত কথা বলব? কত জবাব দেব? তার থেকে এই নিজের মত বেশ আছি...”
প্রসঙ্গত, জীতু যে তার এবং দিতিপ্রিয়ার কথোপকথনের স্ক্রিনশটগুলি দিয়েছেন, সেগুলিতে দেখা গেছে, দিতিপ্রিয়ার সঙ্গে নানা বিষয়ে তার আলোচনার হয়েছে। নায়িকা অভিযোগ করেছিলেন, তার চিকিৎসকের কাছে যাওয়ার কথা শুনে জীতু জানতে চেয়েছিলেন তিনি প্রেগন্যান্ট কি না। নায়কের পোস্ট করা স্ক্রিনশটে দেখা যায়, দিতিপ্রিয়া সেই প্রশ্নের উত্তরও দেন। জানিয়েছিলেন,মায়ের দাঁতের ইমপ্ল্যানটেশের জন্যই চিকিৎসকের কাছে যাওয়া।
জীতুর বিশ্বাস, নিজের বুদ্ধিতে নয়, বরং কারও প্ররোচনাতেই তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছেন দিতিপ্রিয়া। তিনি লেখেন, ‘সর্বশেষে বলি,ভিকটিম কার্ড খেলাটা আমাদের সমাজে প্রথম নয়। অনেক উদাহরণ আছে কিন্তু এই মেয়েটির কোন দোষ নেই, এই মেয়েটি নিরপরাধ। এই মেয়েটিকে পেছন থেকে প্রবঞ্চনা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা কিন্তু এই মেয়েটির বিপদের সময় পাশে দাঁড়াবে না। প্লিজ মেয়েটিকে মেয়েটির পথে থাকতে দিন। কাজ করতে দিন। মেয়েটি ভালো। শিক্ষিত মেয়ে।’
পুরো পোস্ট জুড়ে সহ-অভিনেত্রীর নাম যদিও একটি বারও উল্লেখ করেননি তিনি। বরং ‘বাচ্চা মেয়ে’ বলেই তাকে সম্বোধন করেছেন বারবার।