মিথিলার সাফল্যে সৃজিতের পোস্ট

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১১:৪০ AM

সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন। তবে বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। একসঙ্গে কোথাও দেখা না যাওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়। অবশেষে সেই গুঞ্জনে বিরাম টানলেন সৃজিত মুখার্জি।

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। এই অভিনেত্রী অভিনুত এবং চাকরির পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন। এবার পিএইচডি সম্পন্ন করে পেয়েছেন ডক্টরেট ডিগ্রি। শিক্ষাজীবনেই মেধার পরিচয় রেখেছেন মিথিলা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্সে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন তিনি। আর এবার সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। এবার নামের আগে যোগ হয়েছে ‘ডক্টর’ উপাধি।

অভিনয়, পেশাগত দায়িত্ব, সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি পিএইচডি অর্জনের জন্য দীর্ঘ পরিশ্রম চালিয়ে গেছেন মিথিলা। এই নতুন অর্জন তার ভক্তদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। অভিনেত্রীর স্বামী ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিও তার অর্জনে দারুণ খুশি। এই সুখবর শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখার্জি। তিনি নিজের ফেসবুক পেজে মিথিলার পোস্ট শেয়ার করে লিখেছেন, “অবিশ্বাস্য অর্জন, অভিনন্দন!” 

এর আগে মিথিলা ও তাহসানের মেয়ে আইরার একটি বিজ্ঞাপন নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন সৃজিত। এমনকি ভারতীয় গণমাধ্যমেও আইরার অভিনয়ের প্রশংসা করেছিলেন তিনি।