এ রূপান্তরের উদ্দেশ্য হলো প্রয়োগের দক্ষতা অর্জন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৮ PM

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীরা দক্ষ ও যোগ্য, মানবিক, সৃজনশীল, সহনশীল মানুষ হোক। অসাম্প্রদায়িক মানুষ হয়ে গড়ে উঠুক। বঙ্গবন্ধু যেমন চেয়েছিলেন, ঠিক তেমন মানুষ হয়ে গড়ে উঠুক। এজন্য আমরা পুরো শিক্ষাক্রম সংস্কার নয়, রূপান্তর ঘটাচ্ছি।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন বই বাজারজাত কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী। রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে আয়েজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দীপু মনি বলেন, ‘এ রূপান্তরের উদ্দেশ্য হলো— শুধু মুখস্তবিদ্যা নয়, আমরা করে করে শিখবো, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। এর মধ্যদিয়ে শিক্ষার্থীরা যা শিখছে, তা আত্মস্থ করতে পারবে। প্রয়োগের দক্ষতা অর্জন করবে।’