হজযাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করছে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৫২ AM

লোহিত সাগরের তীরে অবস্থিত শহর জেদ্দা এবং ইসলামের পবিত্রতম স্থান মক্কায় হাজিদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি বা এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে সৌদি আরব। বিশ্বজুড়ে মুসলিমদের কাছে পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনকারীদের যাতায়াত সহজ করার জন্য বিমান পরিষেবা চালুর পরিকল্পনা হচ্ছে বলে জানান এক সৌদি কর্মকর্তা। 

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতোমধ্যে ‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর পরিকল্পনাকে সামনে রেখে ১০০টি লিলিয়াম জেট কেনার চুক্তি করেছে সৌদি আরবের সাউদিয়া এয়ারলাইনস। জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কিনবে সংস্থাটি।

সাউদিয়া গ্রুপের পরিচালক আবদুল্লাহ আল শাহরানি বলেন, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে গ্র্যান্ড মসজিদের কাছে মক্কা হোটেল ও অন্য পবিত্র স্থানগুলোর মধ্যে ওমরাহ পালনকারীদের যাতায়াত মসৃণ করতে ‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ট্যাক্সি সর্বোচ্চ ছয়জন যাত্রী বহন করতে পারবে।

তবে কবে থেকে এই ‘উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করা হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।