যাদের কখনো ব্যর্থতা স্পর্শ করবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ PM

এক. যে সুখে-দুঃখে আল্লাহর কাছে দোয়া করে। কোরআন কারিমে এসেছে, (হজরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন) ‘হে আমার রব! আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি।

-সুরা মারইয়াম : ০৪

দুই. যে ব্যক্তি বাবা-মার প্রতি সদাচারী। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, হজরত ঈসা (আ.) বলেন, ‘আর (আল্লাহ) আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেননি উদ্ধত, হতভাগ্য।
-সুরা মারইয়াম : ৩২

তিন. যে কোরআন মাজিদ তেলাওয়াত করে এবং সে অনুযায়ী আমল করে। আল্লাহতায়ালা বলেন, ‘আপনি কষ্ট করবেন, এজন্য তো আমি কোরআন অবতীর্ণ করিনি।

-সুরা ত্বহা : ০২