অভিবাসীদের সংখ্যা কমাতে যাচ্ছে কানাডা সরকার

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ AM

কানাডায় যেতে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ। অভিবাসীদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। সংশ্লিষ্টরা বলছেন, অজনপ্রিয় সরকার ক্ষমতায় টিকে থাকতেই অভিবাসীদের নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।
 
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০২৪ সালে কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া অভিবাসীদের সংখ্যা ছিল ৪ লাখ ৮৫ হাজার। আগামী বছর ৩ লাখ ৯৫ হাজার অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি দিতে চায় কানাডা সরকার। আর ২০২৬ সালে দেশটি ৩ লাখ ৮০ হাজার ও ২০২৭ সালে ৩ লাখ ৬৫ হাজার অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে কানাডা সরকারের একটি সূত্র। 

সূত্রটি আরও জানায়, অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা আগামী বছর ৩০ হাজার কমিয়ে ৩ লাখে নামিয়ে আনা হবে। 

অভিবাসীদের স্বাগত জানাতে কানাডার খ্যাতি রয়েছে। কিন্তু গত এক বছরে অভিবাসীদের প্রবেশ নিয়ে দেশটিতে সমালোচনা বাড়ছে। কানাডায় আবাসন সংকট থেকে শুরু করে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির জন্য অভিবাসীদের দায়ী করা হয়।

আগামী বছরের অক্টোবরে কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, অভিবাসন নীতিতে নাটকীয় পরিবর্তন এনেছে দেশটির সরকার। একটি জরিপে দেখা গেছে, জনসংখ্যার একটি ক্রমবর্ধমান অংশ মনে করে কানাডায় অনেক অভিবাসী রয়েছে।