মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশির

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেহেদী হাসান (২৫) নামের এক বাংলাদেশি নাগরিক। গুরুতর আহত অবস্থায় তাকে পুত্রাজায়া হাসপাতালে ভর্তি করা হলে, বৃহস্পতিবার (৮ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের এক নিকট আত্মীয় জানান, মঙ্গলবার রাতে সায়বারজায়ার একটি সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মেহেদী। এসময় একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। মাথার গুরুতর আঘাত নিয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মেহেদী হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা।
পারিবারিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে ২০২৩ সালে মালয়েশিয়ায় আসেন তিনি এবং নির্মাণকর্মী হিসেবে কাজ করতেন।
তিনি বাবা-মা ও দুই সন্তানের পরিবারের বড় সন্তান ছিলেন। তার বাবা কুয়েত প্রবাসী। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি দেশে ফিরেছেন।
নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।