উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ PM

উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেদিন হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রওনা হবেন ৭৯ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে যাবেন ১৬ সদস্যের টিম।

সফরসঙ্গীদের বেশির ভাগই তার মেডিকেল বোর্ডের সদস্য। এছাড়া তিনজন দলীয় নেতা, দুজন একান্ত সচিব, একজন প্রটোকল অফিসার, পুত্রবধূ ও দুজন গৃহকর্মী রয়েছেন।

এদিকে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ৮ বছর পর মায়ের সঙ্গে ছেলের সাক্ষাৎ হবে।

সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান বেগম খালেদা জিয়া। তখন পরিবারের সদস্যদের সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পান তিনি। সেই সময় যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা নেন।

এবার লন্ডনে চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া। সেখানে জন হপকিন্সে চিকিৎসা নেবেন তিনি। যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে ফের লন্ডন ফিরবেন তিনি। লন্ডন থেকে পরিবারসহ যাবেন সৌদি আরবে। পবিত্র ওমরা পালন শেষে ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন তিনি। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে আরও জানা যায়, ইতিমধ্যে খালেদা জিয়ার লন্ডন সফরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যেসব হাসপাতালে চিকিৎসা নেবেন সেখানকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। সব কিছুই চূড়ান্ত করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী ৭ জানুয়ারি দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে সফরের সময়সূচি।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়ার বিদেশযাত্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য বিদেশে যেতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু স্থিতিশীল বলেও জানান তিনি।