প্রধানমন্ত্রী আমাকে রাস্তা থেকে তুলে এনে মন্ত্রী বানিয়েছেন: মোস্তফা জব্বার

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ০৪:৫৮ PM

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের টেকনোক্রাট মন্ত্রী হিসবে দায়িত্ব পালন করেছেন মোস্তফা জব্বার। তিনি মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী আমাকে রাস্তা থেকে তুলে এনে মন্ত্রী বানিয়েছেন।

গতকাল রবিবার সরকারের মন্ত্রিসভা থেকে সরে যেতে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ নিয়ে আজ সোমবার (২০ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মোস্তাফা জব্বার জানান, নিজের ইচ্ছায় তিনি নির্বাচন করবেন না। তবে প্রধানমন্ত্রী যদি বলে, তাহলে যেকোনো আসন থেকে নির্বাচন করতে চান। এমনকি সুন্দরবনে দিলে সেখান থেকেও।

পদত্যাগের প্রসঙ্গে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নীতি হচ্ছে নির্বাচনকালীন সরকার পরিচালিত হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা। নির্বাচনকালে জনপ্রতিনিধি ছাড়া বাকিরা মন্ত্রিসভায় থাকবেন না, এটাই যথাযথ পদ্ধতি।

মোস্তাফা জব্বার আরও বলেন, ২০১৮ সাল থেকে গত ৫ বছরে ব্যাপক উন্নতি হয়েছে। সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি। এখন ৯৮ শতাংশ এলাকায় ফোর জি মোবাইল নেটওয়ার্ক আছে।