ঐকমত্য কমিশন ও সরকারের পদক্ষেপে বিএনপির হতাশ: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০১:৩৭ PM

জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপে বিএনপির গভীর হতাশা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, কমিশন ও সরকারের উদ্যোগ বিএনপির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আজ বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ তারিখে যে দলিল স্বাক্ষর হলো, সেটি জুলাই সনদের বাস্তবায়ন প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বলা হচ্ছে, ৪৮ দফার ওপর গণভোট হবে, কিন্তু আমাদের সঙ্গে তো কোনো আলোচনা হয়নি। তাহলে এতদিন এত আলোচনা ও চেষ্টা–তৎপরতা কীসের জন্য হয়েছিল? বিষয়টি প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, কোনো বিষয়ে ঐকমত্য হলেও তা বাস্তবায়নের নিশ্চয়তা নেই। যেটি স্বাক্ষরিত জুলাই সনদ, তা এখন নেই। বরং কমিশন ও কয়েকটি দলের প্রস্তাব সামনে এসেছে। কমিশনের ম্যান্ডেট ছিল ঐকমত্য সৃষ্টি করা, কিন্তু বর্তমান প্রস্তাবগুলো জাতিকে আরও বিভক্ত করবে, ঐকমত্য নয়। তাদের উদ্দেশ্য কী, সেটিও পরিষ্কার নয়।

আরপিও সংশোধন ও জোটের প্রতীক প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জোটবদ্ধ রাজনৈতিক দল চাইলে জোটের প্রতীক বা নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারত। হঠাৎ জানানো হলো—জোটবদ্ধ হলেও সবাইকে নিজস্ব প্রতীকে লড়তে হবে। আমরা দেখলাম অন্য একটি রাজনৈতিক দলও এই অবস্থানকে সমর্থন করছে। এটি আমরা আশা করিনি।

সরকারের ভূমিকা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। কিন্তু কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ড আমাদের হতাশ করেছে।

তিনি আরও বলেন, আমরা চাই রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে সংকট সমাধান হোক। কিন্তু বর্তমান প্রক্রিয়া সেই প্রত্যাশা পূরণ করছে না।