নির্বাচন পিছিয়ে দিতে চায় কিছু দল: মির্জা ফখরুল
-1230614.png?v=1.1)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যেন নির্ধারিত সময়ে না হয়, সেটিই এখন কিছু দলের মূল লক্ষ্য। তিনি বলেন, দেশের রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি এমন যে এখনই একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের পথই হলো নির্বাচন।’
অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, ‘যে সংস্কারগুলো হয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এই সংস্কারের ধারক ও বাহক আমাদের দল বিএনপি। যারা এখন আমাদের সংস্কারবিরোধী হিসেবে দেখাতে চাচ্ছে, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে।’
বিএনপিকে ‘ভিলেন’ বানানোর চেষ্টা চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘অনেকে বলছে, বিএনপি পরিবর্তন চায় না—এটা মিথ্যা। দেশের যা কিছু ভালো, তা জিয়াউর রহমানের হাত ধরেই এসেছে।’
জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান যদি ১৯৭১ সালে না থাকতেন, তাহলে বাংলাদেশ আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। তখন হয়তো আমরা লিবিয়া বা আফগানিস্তানের মতো অবস্থায় পড়তাম।’
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও লেখক, বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।