এনসিপির পলিসি ও রিসার্চ উইং গঠন
-1110953.jpg?v=1.1)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ উইং আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। এই উইংয়ের নেতৃত্বে থাকছেন খালেদ সাইফুল্লাহ ও মুশফিক উস সালেহীন।
শনিবার (১১ অক্টোবর) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে নতুন এই উইং গঠিত হয়েছে।
উইংয়ের অন্যান্য সদস্যরা হলেন— সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, তানহা শান্তা, তাওহিদ তানজিম ও তারিক আদনান মুন।