গাড়িবহরে হামলা; আহত খালেদা জিয়ার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০৮:২৮ PM

চট্টগ্রামের রাউজানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোলাম আকবরসহ দলের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার সময় গাড়িগুলোর ভাঙচুর করা হয় এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাউজানে প্রবেশের মুখে এই ঘটনা ঘটে। উত্তর জেলা বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে হালদা সেতুর সামনে বিএনপির সাবেক উপজেলা সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাওয়ার পথে গোলাম আকবর খন্দকার ও তার সঙ্গীরা এই হামলার শিকার হন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাম আকবর খন্দকারের সঙ্গে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরোধ চলছিলো। এই দ্বন্দ্বের কারণে গত এক বছরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে, যার মধ্যে খুনের ঘটনাও রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, হামলায় গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত গাড়ি ও রাউজান থানার ওসির গাড়ি ভাঙচুর করা হয়। তার অনুসারীদের চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এর মধ্যে তিনটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগীরা এই হামলার জন্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের দায়ী করেছেন।

ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাম আকবর খন্দকার তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে তার গাড়ি ভাঙচুরের দৃশ্য ও গলায় আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়। বর্তমানে আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার বিষয়ে গোলাম আকবর বলেন, "আজ সারাদিন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা বিশৃঙ্খলা করেছে। আমি কর্মসূচিতে যাওয়ার আগে পুলিশকে জানিয়েছিলাম। তারা বলেছিল, কোনো সমস্যা হবে না। কিন্তু রাউজানে ঢোকার সময় ৫০-৬০ জন লাঠিসোটা ও অস্ত্র নিয়ে আমার গাড়ির ওপর হামলা চালায়।"