নির্ভরশীল ও নিরাপদ দলের নাম হলো বিএনপি: ফখরুল

বিএনপি সরকার গঠন করতে পারলেই দেশের হিন্দুরা ভালো থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ভরশীল ও নিরাপদ দলের নাম হলো বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশটাকে ১৫ বছরে জাহান্নাম বানিয়েছিল। আল্লাহর রহমতে আমরা রক্ষা পেয়েছি। হাসিনা ডাইনি ছিলেন। ডাইনির হাত থেকে আমরা এখন মুক্ত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে গণসংযোগের দ্বিতীয় দিনে মির্জা ফখরুল তার নির্বাচনি এলাকার ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
জামালপুর ইউনিয়নের মালিগাঁও কাশিডাঙ্গা এলাকায় গণসংযোগ ও পথসভা শেষ করে রায়পুর এবং চিলা রং ইউনিয়নে প্রবেশ করলে হাজারো মানুষ তাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। অনেক নারী-শিশু তার কাছে গিয়ে সেলফি তোলেন। বিএনপি মহাসচিব এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।
মির্জা ফখরুল বলেন, পাশের দেশ ভারতে বসে শেখ হাসিনার পক্ষ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তিনি যদি সত্যিই রাজনীতি করে থাকেন, তাহলে দেশের মানুষের সামনে এসে দাঁড়ান। আমরা মামলা মোকাবিলা করেছি, জেল খেটেছি, আইনজীবীদের সঙ্গে নিয়ে জামিন নিয়েছি। আপনিও দেশে আসুন, মামলা মোকাবিলা করুন। আপনি যদি এতই জনপ্রিয় হন, তাহলে পালিয়ে গেলেন কেন?
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শুধু মামলা আর নির্যাতনের মধ্য দিয়েই আমাদের ১৫ বছর পার হয়েছে। কিন্তু তাতেও তারা আমাদের দমাতে পারেনি। সারা দেশে মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে আজও সোচ্চার।
সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমীর প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, তিনি একজন মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন, যাকে আট বছর ‘আয়নাঘরে’ আটকে রাখা হয়। আজও অনেকের সন্ধান পাওয়া যায়নি। আমাদের নেতা ইলিয়াস আলীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার বাসার সামনে থেকে। সেই থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।’
নিজের ও দলের নেতাকর্মীদের ওপর হওয়া মামলার প্রসঙ্গে ফখরুল বলেন, আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। আমি ১১ বার জেলে গিয়েছি, প্রায় তিন বছর কারাবন্দি ছিলাম।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বন্দিজীবনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, তিনি ছয় বছর বন্দি ছিলেন, এর মধ্যে দুই বছর ছিলেন একেবারে অন্ধকার কক্ষে। আমাদের (বিএনপি নেত্রী) যে কারাগারে রেখেছিল, সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল। এভাবে তাকে শাস্তি দেওয়া হয়। আল্লাহ আজ তাদের শাস্তি দিচ্ছে।
এর আগে জামালপুর ইউনিয়নের মালিগাঁও কাশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি আয়োজিত পথসভায় ফখরুল বলেন, সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন খুব খারাপ লোক। তিনি বিভেদ সৃষ্টি করেন।
গণসংযোগের আগে নিজ বাসভবনে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ফখরুল। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় মরহুম স্কুলশিক্ষক বজলুর রশিদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এরপর তিনি ঠাকুরগাঁও জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করে মতবিনিময় সভায় মিলিত হন।
মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা শেষ করে আরও দুটি পথসভায় বক্তৃতা করেন মির্জা ফখরুল। এসব কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্মসম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।