মার্কিন শুল্ক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে দেশ বিপদে পড়বে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪৫ PM

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ সংক্রান্ত বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে দেশ গুরুতর সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, খেটে খাওয়া, গার্মেন্টস কর্মী আর কৃষক শ্রেণির মানুষকে গুরুত্ব দিতে হবে।  তাহলে দেশ আরও উন্নত সমৃদ্ধ হবে।

বিএনপির মহাসচিব বলেন, দেশ আমাদের ভবিষ্যৎ ও আমাদের নির্মাণ করতে হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের জন্য কিছু করবেন না। 

মির্জা ফখরুল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের ধাক্কা দিয়ে কিছুই করতে পারবে না। গণতন্ত্রের কোন বিকল্প নেই, এটা চাপিয়ে দেওয়া যাবে না, এটার চর্চা করতে হবে।