সরিষা ফুল থেকে আহরিত হচ্ছে মধু
সময় এখন সরিষা ফুল থেকে মধু সংগ্রহের। এই সময়ে চলন বিল থেকে সরিষা মধুর সংগ্রহ করা হচ্ছে। চলনবিল দেশের রাজশাহী, নটোর, পাবনা ও সিরাজগঞ্জের এলাকাজুড়ে বিস্তীর্ণ
দেশের সর্ববৃহৎ এই বিলটি একসময় বছরের নয় মাস ডুবে থাকত। রূপ ধারণ করত সমুদ্রের মতো। পলি জমে জমে চলন বিল এখন আগের মতো নেউ। চলন তার বিশাল জলরাশির ঐতিহ্য হারিয়েছে। চলনবিলের তলা উন্মোচিত হয়েছে।
এখন চলনবিলের বুকজুড়ে রবি মৌসুমে চাষ হচ্ছে হাজার হাজার বিঘা জমিতে সরিষা। সেই সরিষা ফুল থেকে আহরিত হচ্ছে অনন্য সম্পদ মধু। এবছরও বিপুল পরিমাণ মধু উৎপাদিত হবে বলে আশা করছেন মধু সংগ্রহকারীরা।