সংসার ভাঙছে জনপ্রিয় গায়িকার

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ AM

ভারতের বাঙালি গায়িকা মোনালি ঠাকুর। চুপিসারে বিদেশি প্রেমিককে বিয়ে করেছিলেন কোটি তরুণের ক্রাশ এই জনপ্রিয় গায়িকা। করোনার সময়ে গায়িকা জানিয়েছিলেন, ৩ বছর আগেই নাকি তিনি বিয়ে সেরে ফেলেছেন। সুইজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক রিচটেরের সঙ্গে সাতপাক ঘুরেছেন। 

কিন্তু বছর ঘুরতেই শোনা যাচ্ছে, বাঙালি গায়িকার সংসার নাকি টিকছে না। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মোনালি তার স্বামী মাইকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। লং ডিসটেন্স বিয়ের কারণে মোনালি ও তার স্বামীর মধ্যে দুরত্ব চলে এসেছে, আর যে কারণে দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

ইতোমধ্যেই গায়িকা ইনস্টাগ্রামে তার স্বামী মাইককে আনফলো করে দিয়েছেন। দুজনের মধ্যে এখন কথাবার্তাও হয় না। খুব শিগগিরই তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতাও ঘোষণা আসবে। 

গত বছর মোনালির মায়ের মৃত্যুর আগে স্পষ্ট হয়ে গিয়েছিল সবকিছু। সেই সময়ই তিনি তার স্বামীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছিলেন। মোনালি ও মাইকের দাম্পত্যে ফাটল যে ধরেছে, তা একেবারে স্পষ্ট ছিল। 

এই দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, কয়েক বছরে তাদের সম্পর্কে অনেক পরিবর্তন হয়েছে। দম্পতি হিসেবে এখন আর কেউ তাদের নিয়ে কথা বলে না। দুজনের একসঙ্গে হওয়ারও আর সম্ভাবনা নেই।

গত তিন বছর ধরে মোনালি ও মাইক তাদের বিয়ের কথা গোপন রেখেছিলেন। ২০২০ সালে প্রথমবার গায়িকা তার বিয়ে নিয়ে কথা বলেন। সে সময় মোনালি জানান, একটি ট্রিপে ঘুরতে গিয়ে তাদের পরিচয়। সেখান থেকেই পরিণয়। এরপর বিয়ে। তবে সেই বিয়ের জার্নিটা লম্বা হলো না দুজনের।