ভারতকে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ PM

কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করার পর জয়রথ অব্যাহত রেখেছে বাংলাদেশ। এবার শক্তিশালী ভারতকে ২-১ সেটে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রথম সেটে হেরে গেলেও দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে, আর সেখানেই জয় নিশ্চিত করে নেয় বাংলাদেশ দল।

প্রথম সেটে ১৬-২৮ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেটে বাংলাদেশ ১৯-১০ গোলে জেতে ১-১ সমতা আনে। টাইব্রেকারে বাংলাদেশ ৭-৩ ব্যবধানে জয় পায়। 

বাংলাদেশ গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খোকন মোল্লা। ভারতের ম্যাচেও খোকন মোল্লার পারফরম্যান্স ছিল অসাধারণ। এই ম্যাচেও বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। 

এবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ।