প্রধান উপদেষ্টা
নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে সর্ব শক্তি দিয়ে কাজ করছে সরকার

বিপুল অর্থ ব্যয়ে পতিত স্বৈরাচার দেশ অস্থিতিশীলের চেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এজন্য তিনি সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন।
আজ শনিবার (০৮ মার্চ) সকালে বিশ্ব নারী দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে ছিলাম। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন।
প্রধান উপদেষ্টা সাম্প্রতিক নির্যাতন-পীড়নের ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেন, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে সর্ব শক্তি দিয়ে কাজ করছে সরকার। নারীবিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবিলা করব।
নারীর উন্নয়নে নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট। এজন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। আরও কী কী করা যেতে পারে সেটা নিয়েও আলোচনা চলছে।
এর আগে নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫ নারী ও নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান।