তৌহিদ ও জয়শঙ্করের মধ্যে বৈঠক হতে পারে ওমানে

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০২:৫১ PM
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে। স্থানীয় এক কূটনীতিক এ তথ্য দিয়েছেন। তিনি জানান, আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানে অষ্টম ইন্ডিয়ান ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করবেন। কনফারেন্সের ফাঁকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠক সম্পর্কে উভয় পক্ষই সম্মত হয়েছে এবং কাজ চলছে।

বৈঠকে কি বিষয়গুলো আলোচনা হতে পারে, এ বিষয়ে কূটনীতিক জানান, ৫ আগস্টের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বাংলাদেশের এবং ভারতের সম্পর্ক কিছুটা অবনতি হয়েছিল, এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রথম বৈঠক হয়েছিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে, এবং ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিবও ঢাকায় সফর করেছিলেন।

এদিকে, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনায় উঠে আসতে পারে। সীমান্ত উত্তেজনা, ভিসা ইস্যু, তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তির নবায়নসহ বেশ কিছু চলমান বিষয় আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।