তৌহিদ ও জয়শঙ্করের মধ্যে বৈঠক হতে পারে ওমানে
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে। স্থানীয় এক কূটনীতিক এ তথ্য দিয়েছেন। তিনি জানান, আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানে অষ্টম ইন্ডিয়ান ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করবেন। কনফারেন্সের ফাঁকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠক সম্পর্কে উভয় পক্ষই সম্মত হয়েছে এবং কাজ চলছে।