প্রধান উপদেষ্টা

উদ্যোক্তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:২৪ AM

নবীন উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করতে এবং তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবীন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান। বৈঠকে ১৫ জন নারী ও পুরুষ উদ্যোক্তা অংশ নেন।

বৈঠকে উদ্যোক্তারা তাদের আর্থিকভাবে সাবলম্বী হওয়ার সংগ্রামের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ চান। উদ্যোক্তারা সামাজিক ব্যবসা প্রসারে ২০১০ সালে গঠিত গ্রামীণ টেলিকম ট্রাস্ট থেকে পাওয়া বিনিয়োগের মাধ্যমে কীভাবে শূন্য থেকে আর্থিকভাবে সাবলম্বী হতে সক্ষম হয়েছেন, তা বর্ণনা করেন এবং এ জন্য প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান।

বৈঠকে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বেশিরভাগই গ্রামীণ টেলিকম ট্রাস্ট এবং গ্রামীণ ট্রাস্ট থেকে বিনিয়োগ নিয়ে ব্যবসা করছেন এবং কিছু উদ্যোক্তা ষষ্ঠ ও পঞ্চমবারের মতোও বিনিয়োগ পেয়েছেন।

উদ্যোক্তাদের সংগ্রামের গল্প শুনে অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তাদের কাছে আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা জানতে চান।

প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের জীবনের গল্পগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক। আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব খুশি হলাম। আপনি সবাই ভালো ভালো কথা বলেছেন এবং সুনাম করেছেন। আমাদের পরামর্শ দিন, আরও কী করলে উদ্যোক্তাদের জন্য ভালো হবে, তা বলুন।”

বৈঠকে উদ্যোক্তারা গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও গ্রামীণ ট্রাস্টের সামাজিক ব্যবসা প্রসারে নবীন উদ্যোক্তাদের জন্য গৃহীত কর্মসূচির প্রচার-প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন। তারা বলেন, অনেকেই এই উদ্যোগগুলো সম্পর্কে জানে না, প্রচার বাড়ালে অনেক দরিদ্র ব্যক্তি উপকৃত হবেন।

উদ্যোক্তারা বিনিয়োগের পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য ড. ইউনূসের প্রতি আহ্বান জানান। তাদের মতে, দক্ষতার অভাবে অনেকেই ব্যবসা বড় করতে পারেন না, এবং কর্মশালার আয়োজন করা হলে দেশের প্রতিটি জেলায় আরও দক্ষ উদ্যোক্তা গড়ে উঠবে।

এ সময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আপনাদের আলোচনা এবং পরামর্শ থেকে আজ অনেক কিছু শিখলাম। আমরা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন, সেজন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে চাই। আজকের আলোচনা থেকে ভবিষ্যতের পথচলার জন্য নানা আইডিয়া পেয়েছি। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।”