আমেরিকার সরকার পরিবর্তনে সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৭ PM

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের প্রেক্ষিতে বলেছেন যে, এতে বাংলাদেশের সাথে সম্পর্কের কোনও সমস্যা তৈরি হবে না। আজ বুধবার (১৫ জানুয়ারি) চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মতামত ব্যক্ত করেন।

আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং সফরে যাওয়ার কথা জানিয়েছেন। এক সাংবাদিকের প্রশ্নে, মার্কিন প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনও নির্দিষ্ট সরকারের উপর নির্ভরশীল নয়। নতুন সরকারে কিছু বক্তব্য থাকতে পারে, আমরা তা পর্যবেক্ষণ করব, তবে এটি নিয়ে কোনও অনুমান করা উচিত নয়।" তিনি আরও বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সম্পর্কের ধারায় কোনও হোঁচট আসবে না, সম্পর্কটি চলতে থাকবে।"

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্পর্ক একটি অবিচ্ছেদ্য প্রক্রিয়া, যা সময়ের সঙ্গে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নেবে বলে তার বিশ্বাস।

তিনি আরও জানান, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা কোনও দেশকেই অসম্পৃক্ত করতে চান না। বাংলাদেশের স্বার্থ রক্ষায় তিন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

পররাষ্ট্র উপদেষ্টা ২০ জানুয়ারি চীন সফরে যাওয়ার পর ২৪ জানুয়ারি দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন।