প্রধান উপদেষ্টার নিকট সংস্কার প্রতিবেদন জমা দিল ৪ কমিশন

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:১৫ PM

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে নির্বাচন, দুদক, পুলিশ ও সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশন।

আজ বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশনের প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রতিবেদন জমা দেওয়ার পর এই রিপোর্ট নিয়ে আলোচনা হবে এবং বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল।