মেয়ে পুতুল অসুস্থ বলেই দ্রুত দেশে ফিরছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ১২:৩৪ PM

নির্ধারিত সময়ের আগেই চীন থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব কর্মসূচী সম্পন্ন করে চীন থেকে আজ (১০ জুলাই) রাতেই দেশের উদ্দেশ্য রওনা দেবেন সরকারপ্রধান। আওয়ামী লীগ সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল কিছুটা অসুস্থ বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কাদের বলেন, এ বিষয় নিয়ে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

আজ বুধবার (১০ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের। 

আন্দোলন করা শিক্ষার্থীদের উদ্দেশে কাদের বলেন, ‘কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত। জানা গেছে, আগস্ট মাসে চূড়ান্ত শুনানিতে শিক্ষার্থীদের দাবি সুবিবেচনা করে সিদ্ধান্ত দেবে আদালত। আদালত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো ফিরে যেতে।’

কাদের বলেন, ‘শিক্ষার্থীরা আদালতের নির্দেশ মেনে ক্লাসে ফিরে গেল কি না তা পর্যবেক্ষণ করে দেখি। ফিরে না গেলে কী করা হবে এখনই তা বলা সমীচীন হবে না। ভাবছি না।’

এ সময় আবারও আদালতের নির্দেশনা মেনে শিক্ষার্থীদের সড়ক থেকে ক্লাসে ফেরার আহবান জানান কাদের। 

কাদের বলেন, শিক্ষকদের আন্দোলন আমরা পর্যবেক্ষণ করছি। আশা করি শিগগিরই এ সমস্যার সমাধান হবে।