কাতারের সঙ্গে বাংলাদেশের ১০ সমঝোতা-চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ০১:০২ PM

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কাতারের সঙ্গে ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা সই হয়।

এর আগে কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাঁকে টাইগার গেটে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগের আগে টাইগার গেটে রক্ষিত ভিজিটরস বুকে সই করার কথা রয়েছে কাতারের আমিরের। এরপর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন। আজ সন্ধ্যায় একটি বিশেষ বিমানে বাংলাদেশ ছাড়বেন কাতারের আমির।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে কাতারের আমির গতকাল সোমবার দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।