মার্চে সড়কে ঝরলো ৫৬৫ প্রাণ
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যায়। পরিসংখ্যানও একই তথ্য দিচ্ছে। দেশে গত মার্চ মাসে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এসব দুর্ঘটনায় ১ হাজার ২২৮ জন আহত হয়েছেন। এছাড়া, রেলপথে ৩৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৬ জন আহত এবং নৌপথে ৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার (১৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহতদের এক-তৃতীয়াংশই মোটরসাইকেল আরোহী। মোটরসাইকেলে ১৮১টি দুর্ঘটনায় ২০৩ জন নিহত ও ১৬৬ জন আহত হয়েছেন। এটি সড়ক দুর্ঘটনায় মোট নিহতের ৩৫ দশমিক ৯৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৯৭টি দুর্ঘটনায় ৬১২ জন নিহত এবং ১ হাজার ৩৩১ জন আহত হয়েছেন। এছাড়াও বিজ্ঞপ্তিতে শুধুমাত্র গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলেও জানানো হয়।