যাত্রী ও ট্রেনের নিরাপত্তায় ২৪টি ট্রেনে বসানো হচ্ছে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ AM

বাংলাদেশের যোগাযোগের বড় একটি মাধ্যম ট্রেন। বিশেষ করে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ অনেক আগের। প্রতিদিন শত শত যাত্রী এই রুটে যাতায়াত করেন। তবে এই যাতায়াত যে সবসময় নিরাপদ হয় এমন নয়। মাঝে মাঝে নানান দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। শুধু যাত্রীরা নয়, ট্রেনেরও ক্ষতি সাধন করেন দুর্বৃত্তরা। তাই এবার যাত্রী ও ট্রেনের নিরাপত্তা নিশ্চিতে ঢাকাগামী ১৬টিসহ মোট ২৪টি ট্রেনে সিসি ক্যামেরা বসাচ্ছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। রেল সংশ্লিষ্টরা বলছেন, এতে কমবে নাশকতা, নিশ্চিত হবে রেলের সার্বিক নিরাপত্তা। রেলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।

পশ্চিমাঞ্চলে ট্রেনের বগি লাইনচ্যুত, আগুনসহ নানা ঘটনায় নড়েচড়ে বসেছে রেলওয়ে প্রশাসন। এর আওতায় প্রথম দফায় ছয়টি আন্তঃনগরসহ ১৮ ট্রেনকে আনা হচ্ছে সিসি ক্যামেরার আওতায়।

রেল কর্তৃপক্ষ বলছে, ঢাকা-রাজশাহী রুটের ১৬টি ট্রেনে কোচের ভেতরে রয়েছে সিসি ক্যামেরা। তবে ট্রেনের ভেতর-বাইরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এবার ট্রেনে বসছে সিসিটিভি। পশ্চিমাঞ্চল রেল কর্মকর্তারা বলছেন, এতে শুধু যাত্রী নিরাপত্তাই নয়, ট্রেনের বাইরে এবং ভেতরে থাকা রেল সদস্যরাও থাকবেন নজরদারিতে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সম্মানিত যাত্রী যারা আছেন তাদের নিরাপত্তা চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যান দেখে এবং সেই রিপোর্টটা দেওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আমার ধারণা ঢাকাগামী ১৬টি ট্রেনসহ রূপসা-সীমান্ত আরও দুটি ট্রেন রয়েছে সর্বমোট ১৮টি ট্রেনে প্রাথমিকভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’

রেলওয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই রুটের যাত্রীরা। এক যাত্রী বলেন, রেল ও যাত্রীদের নিরাপত্তায় নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এখন থেকে আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো।

আরেক যাত্রী বলেন, ‘যাত্রী হিসেবে খুবই নিরাপদ বোধ করছি। এটা আসলে আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়, ট্রেনে এমন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সিসি ক্যামেরার বিষয়ে আরেক যাত্রী বলেন, ‘সিসি ক্যামেরার ফলে নাশকতার আর কোনো ভয় থাকবে না। কে করবে সেটা ধরা পড়ে যাবে। এটি সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ।’

রেল পুলিশ বলছে, এই উদ্যোগের ফলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। 

রেলওয়ে পাকশীর পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমি আশা করছি সিসি ক্যামেরা স্থাপনের ফলে ইন্টার্নাল এবং এক্সটার্নাল কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমাদের জনবলের স্বল্পতা থাকলেও আমরা যাত্রী এবং ট্রেনে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।’

রাজশাহী রেলস্টেশন থেকে প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজার যাত্রী নিয়ে চলাচল করছে ৩৭ জোড়া ট্রেন।