রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ হলেন আশরাফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব  প্রতিবেদক নিজস্ব  প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪, ০৬:২১ PM

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ হলেন মোঃ আশরাফুল ইসলাম । আজ সোমবার (২২ জানুয়ারি) রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

রাজউকের ০২/২০২৪তম সাধারণ সভায় জনাব আশরাফুলকে এই দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে আশরাফুল ইসলাম এর আগে রাজউকের মূখপাত্র হিসেবে কাজ করছেন। একই সঙ্গে বুয়েট থেকে পাশ করা আশরাফুল ইসলাম ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে। এর পূর্বনাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)।