শিখা অনির্বানে বীর শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় তিনি শিখা অনির্বাণে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে পঞ্চমবারের মত সরকার প্রধান হিসাবে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করছেন। এদিন সকালে তিন বাহিনীর প্রধানদের নিয়ে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
এ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এর আগে সকালে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পরিদর্শন বইতে তাঁর মন্তব্যসহ স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।