দ্বাদশ সংসদ নির্বাচন দেখতে চান ১৭৯ বিদেশি পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচন দেখতে আগ্রহ প্রকাশ করেছে ১৭৯ জন বিদেশি পর্যবেক্ষক।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এমন তথ্য জানিয়েছেন। নির্বাচন দেখতে পর্যবেক্ষক হিসেবে ১৩১ জন এবং সাংবাদিক হিসেবে ৪৮ জন আবেদন করেছেন।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, আবেদনগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয়ের মতামত এলে তা কমিশনের কাছে উত্থাপন করা হবে। মন্ত্রণালয় থেকে যাদের বিরুদ্ধে আপত্তি দেওয়া হবে, তাদের অনুমোদন দেওয়া হবে না।

ইসির তথ্যমতে, বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করার শেষ সময় ছিল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাদের অনুমোদন দেওয়ার কথা রয়েছে সংস্থাটির।