ইউনেস্কো সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ১১:৫৩ PM

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশ ৩০–২৭ ভোটে জাপানকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ পদ অর্জন করেছে।

এ সাফল্যকে দেশের কূটনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের এক ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুক স্ট্যাটাসে এই বিজয়ের খবর নিশ্চিত করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ইউনেস্কোর এই নেতৃত্ব পাওয়া বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য এবং সাংস্কৃতিক মর্যাদার স্বীকৃতি। বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিনীতির দিকনির্দেশনা নির্ধারণে ইউনেস্কোর সাধারণ সম্মেলন অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হিসেবে বিবেচিত।

নির্বাচনী প্রক্রিয়ার শুরুতে দক্ষিণ কোরিয়া ও ভারতও সভাপতি পদে প্রার্থী ছিল। তবে শেষ পর্যায়ে এসে তারা দুজনই নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়, ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও জাপানের মধ্যে।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন আগামী ৩০ অক্টোবর শুরু হতে যাচ্ছে এবং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে।

এ সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব লাভ করায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রভাব ও মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পাবে। এই দায়িত্ব পাওয়ায় বিশ্ব মঞ্চে বাংলাদেশের নেতৃত্বদানের সুযোগ তৈরি হলো, যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার পোস্টে বাংলাদেশের এই বিজয়কে দেশ ও জাতির জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন এবং এর সঙ্গে যুক্ত সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান।