বিশ্ব বসতি দিবসে গণপূর্ত মন্ত্রণালয়ের বর্ণাঢ্য আয়োজন
-1050124.jpg?v=1.1)
আগামীকাল ৬ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস। এবারের প্রতিপাদ্য— “Urban Crisis Response”, তথা, “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া।”
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দিবসটি বর্ণাঢ্যভাবে উদযাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে।
শনিবার (০৪ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ মিজ গোয়েন লুইস।
একই স্থানে ৬ ও ৭ অক্টোবর দু’দিনব্যাপী অনুষ্ঠিত হবে একটি প্রদর্শনী। এতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, নগর পরিকল্পনা বিভাগসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা আবাসন ও নির্মাণখাতের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
এছাড়া প্রতিপাদ্য ও সবার জন্য আবাসন বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে তিনটি গবেষণাপত্র উপস্থাপন করবেন—
ড. সুদীপ্তি বিশ্বাস, অধ্যাপক, এমআইএসটি: Resilient Community Oasis: Inclusive Public Open Spaces for Earthquake Preparedness
উস্বাতুন মাহেরা খুশি, বোর্ড সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: An Assessment of Informal Settlement and Low-Cost Housing Initiatives in Bangladesh
কান্ট্রি ডিরেক্টর, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি: Journey toward housing solutions amid the urban crisis
এ দিবসটি উপলক্ষ্যে ৬ অক্টোবর সকালে র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি সকাল ৮.৩০ টায় জিয়া উদ্যান থেকে শুরু করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হবে। সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। এ দিবস উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ টকশো প্রচার এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোষ্টার ও ফেস্টুন স্থাপন করা হবে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে নিরাপদ নগর এবং মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ১৯৮৫ সালে জাতিসংঘ কর্তৃক বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ১৯৮৬ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।