পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া-প্রতিপাদ্যে বসতি দিবস

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ PM

আগামী ৬ অক্টোবর বিশ্ব বসতি দিবস ২০২৫ পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Urban Crisis Response’, যার বাংলা ভাবার্থ— “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া”।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে অন্যতম হল প্রতিপদ্য প্রচার। এছাড়াও এসব কর্মসূচিতে পরিকল্পিত নগরায়ন, টেকসই উন্নয়ন, আবাসন সংকট সমাধান এবং নগর জীবনের বহুমুখী সমস্যার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।