গণপূর্তের দুই অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৪:৫৪ PM

গণপূর্ত অধিদপ্তরের দুই অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তর বদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) (সংস্থাপন ও সমন্বয়) মোঃ আবুল খায়েরকে ঢাকা গণপূর্ত জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ পারভেজ খাদেমকে গণপূর্ত অধিদপ্তরের সংস্থাপন ও সমন্বয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) হিসেবে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন অনুসারে জারি করা এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান।