বাংলাদেশকে অন্য দেশের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে বললেন চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে অবশ্যই মুক্ত থাকতে হবে। নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে।
আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে বাংলাদেশ ও চীন সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে বিআইআইএসএস’র এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত ওয়েন বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে দুইদেশ একত্রে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হবে। দুইদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে বাংলাদেশ ও চায়না প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, পাক-ভারত চলমান পরিস্থিতি নিয়ে চীন উদ্বিগ্ন। বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতিতে দুপক্ষকেই শান্ত থাকতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধীতা করে। এ সময় পেহেলগামের ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি।